বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগ না পাওয়া প্রার্থীরা ‘বিশেষ গণবিজ্ঞপ্তি’ জারির দাবিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) দপ্তরের সামনে অবস্থান নিয়েছেন। আন্দোলনরত প্রার্থীদের প্রতিনিধি আক্তারুজ্জামান সোমবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের এটি প্রতিনিধি দলকে ভেতরে ডাকার হয়েছে। বৈঠকে কী ফল আসে, তা জানার অপেক্ষায় রয়েছেন তারা। “আমাদের দাবি যদি মেনে নেওয়া হয়, আমরা আন্দোলন প্রত্যাহার করব। না হলে আমরা কঠোর আন্দোলনে যাব। ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ সুপারিশ না পাওয়া প্রার্থীরা রোববার সারাদিন শাহবাগে ‘মহাসমাবেশ ও বিক্ষোভ’ কর্মসূচি পালন করেন। এরপর রাতে প্রজ্বালিত মোমবাতি হাতে শাহবাগে মিছিল করেন। জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিলটি টিএসসি মোড় ঘুরে আবার জাদুঘরে ফিরে আসে। পরে সেখানে কিছু সময় অবস্থান করেন তারা।...