ঢাকার সাত সরকারি কলেজ একীভূত করে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবন সংলগ্ন রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, অধ্যাদেশ জারির ব্যবস্থা না হওয়া পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না। এদিকে এই কর্মসূচি ঘিরে দুপুরে সচিবালয় অভিমুখে ব্যারিকড দিয়ে রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। ফলে ওই পথ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে । ঢাকা কলেজের শিক্ষার্থী আবির মাহমুদ রবিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অধ্যাদেশ কবে জারি করা হবে সেটি স্পষ্ট না করা পর্যন্ত আমরা সড়ক ছেড়ে যাব না।” পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে লং মার্চ করে সাত কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের দিকে আসেন। বেলা ১১টা ২০ মিনিটে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে শিক্ষা ভবনের...