বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ‘অংশ নিয়ে নির্বাচনি প্রচারণায় নেতৃত্ব দেবেন’ বলে জানিয়েছেন আমান উল্লাহ আমান। সোমবার দুপুরে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের এই সদস্য কথা বলছিলেন। আমান বলেন, “অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন ২৬ সালের ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে…এই নির্বাচন ইনশাল্লাহ হবেই। “এই নির্বাচনে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে এসে এই নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং নির্বাচনের প্রচারণায় তিনিই থাকবেন, তিনিই নেতৃত্ব দেবেন।” এর আগে বিবিসি বাংলার এক সাক্ষাৎকারে তারেক রহমান প্রশ্নের জবাবে বলেছিলেন, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি অংশ নেবেন। আর ভোটের সময় তিনি দেশেই থাকবেন বলে আশা করছেন। তার কাছে আবারও জানতে চাওয়া হয়েছিল, নির্বাচনের আগে তিনি দেশে থাকবেন কি না? তারেক রহমান উত্তরে...