ফ্র্যাঞ্চাইজি খোঁজার প্রক্রিয়া শুরু হয়েছে। বৈঠক-সভা চলছে। নানা তোড়জোড় শুরু হয়েছে। কিন্তু আসলেই কি ডিসেম্বরে বিপিএল শুরু করা সম্ভব? বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান স্বয়ং বলছেন, কাজটা অসম্ভরের কাছাকাছি। তবে এই প্রতিজ্ঞাও তিনি জানিয়ে রাখছেন, অসম্ভবকে সম্ভব করতে চেষ্টার কমতি থাকবে না তাদের। বিসিবি নির্বাচনের পর প্রথম বোর্ড সভা শেষে এই ইফতেখারই জানিয়েছিলেন, ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত বিপিএল করতে চান তারা। সেই হিসেবে সময় আছে আর স্রেফ মাস দুয়েক। টুর্নামেন্ট আয়োজনের প্রক্রিয়া মাত্র শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে কাজ হিসাবে দল নিতে এক্সপ্রেস অব ইন্টারেস্ট (ইওআই) আহ্বান দেওয়া হয়েছে—অর্থাৎ, আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে ফ্র্যাঞ্চাইজি নিতে আবেদন করতে বলরা হয়েছে। এই প্রক্রিয়া শেষ হবে ২৮ অক্টোবর। তারপর চলবে আবেদন পরখ করা, আর্থিক সক্ষমতা ও মালিকানার বৈধতা যাচাইয়ের প্রক্রিয়া। এই ধাপ...