রাজধানীর চকবাজার থানা এলাকায় ‘দীন অ্যান্ড সন্স’ ব্যবসা প্রতিষ্ঠান দখল ও ভাঙচুর করে ‘মোহাম্মদিয়া টাওয়ার’ নির্মাণের অভিযোগের এক মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সাংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত এ আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী শ্রী প্রাণ নাথ এ তথ্য জানান। আজ সকাল ১১টায় দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে আসামিকে আদালতের এজলাসে উদ্দেশে নেওয়া হয়। পুলিশি কঠোর নিরাপত্তায় তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফু রহমানের আদালতে হাজির করা হয়। আদালতের এজলাসে ঢোকানোর সময় হাজী সেলিমকে দেখে ‘ভিআইপি চোর’ স্লোগান দেন উপস্থিত জনগণ। এরপর তাকে আদালতে থাকা আসামির কাঠগড়ায় রাখা হয়। খুলে দেওয়া হয় হাতের হাতকড়া, বুলেট প্রুফ জ্যাকেট। পরে তাকে দোকান ও ভূমি দখলের মামলায় গ্রেফতার দেখানোর জন্য...