নোয়াখালী সদরে সিঁধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১। আজ সোমবার দুপুরে আসামিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এর আগে, গতকাল রোববার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. জসিম (৩২) সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজচরা গ্রামের জামাল উদ্দিনের ছেলে। র্যাব জানায়, ভুক্তভোগী ওই নারী নিঃসন্তান ছিলেন। তাঁর স্বামী পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশা চালক। তিনি মাইজদী শহরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। এ জন্য সপ্তাহে একদিন বাড়িতে যেতেন। ওই নারী তাঁর পালিত কন্যা সন্তানকে নিয়ে বাড়িতে থাকতেন। গত ১৭ সেপ্টেম্বর রাতে তাঁর ঘরে সিঁধ কেটে প্রবেশ করেন জসিম ও তাঁর এক সহযোগী। পরে দুজন তাঁকে ধর্ষণ করেন। তিনি জসিমকে...