নারী বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচটা রেকর্ডের বন্যায় ভেসেছে। ভারতের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে তিন উইকেটের জয়ে ইতিহাস গড়েছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে এই জয়ের মধ্য দিয়ে অস্ট্রেলিয়া গড়েছে নারী ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ সফল রান তাড়ার রেকর্ড। এই ম্যাচে দুই দলের দুর্দান্ত ব্যাটিং শুধু দর্শকদের মুগ্ধই করেনি, বরং নারী ক্রিকেটের রেকর্ড বইয়ে যোগ করেছে একাধিক নতুন অধ্যায়। চলুন এবার দেখে নেওয়া যাক সেইসব রেকর্ড-- এই জয়ের পথে গড়া অস্ট্রেলিয়ার রেকর্ড রান তাড়ার নজির নারী ওয়ানডের ইতিহাসে সবচেয়ে বড়। শ্রীলঙ্কার গত বছরের রেকর্ড তারা ভেঙে দিয়েছে। পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩০২ রান তাড়া করে জিতেছিল লঙ্কান দল। একই সঙ্গে তারা ভেঙে দিয়েছে নিজেদের আগের বিশ্বকাপ রেকর্ডও। ২০২২ সালে অকল্যান্ডে ভারতের বিপক্ষে তাড়া করে জেতা আগের সেরাটি ছিল ২৭৮ রান। জিততে...