বগুড়ার শাজাহানপুরে বাবার লাশ ১৯ ঘণ্টা রেখে জমি দলিল করা হয়েছে। এরপর করা হয়েছে দাফন। এ ঘটনা ঘটেছে উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ শালুকগাড়ী গ্রামে। প্রতিবেশীরা জানান, রহিমাবাদ শালুকগাড়ী গ্রামের মৃত কেরামত আলীর ছেলে হামেদ আলী (৫৮) পেশায় একজন পান ব্যবসায়ী। তার স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রয়েছে। তিনি রাজশাহী থেকে পান কিনে এনে শাজাহানপুর উপজেলার বিভিন্ন হাট-বাজারে পাইকারি দরে বিক্রি করতেন। গত ২-৩ বছর যাবত তিনি ক্যান্সারে ভুগছিলেন। ক্রমেই তার অবস্থার অবনতি হতে থাকে এবং বিগত ২ মাস যাবত তিনি শয্যাশায়ী ছিলেন। বেশি অসুস্থ হয়ে পড়লে গত ৪-৫ দিন আগে হামেদ আলী তার বসতবাড়িসহ যাবতীয় সম্পত্তি স্ত্রী ও ২ মেয়েকে লিখে দেন। এতে একমাত্র ছেলে সন্তান মাসুদ রানা (৩০) পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হয়। এক পর্যায়ে গত শনিবার সন্ধ্যা...