খবর টি পড়েছেন :১৫৫মোহাম্মদ কুদুসের একমাত্র গোলে কোমোরোসকে হারিয়ে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে জায়গা করে নিল ঘানা। ১২ অক্টোবর রবিবার রাতে আক্রায় অনুষ্ঠিত বাছাইপর্বের ম্যাচে ১-০ গোলের এই জয়ে আফ্রিকার পঞ্চম দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল ‘ব্ল্যাক স্টার্স’ খ্যাত দলটি।বাছাইপর্বের ‘আই’ গ্রুপে শীর্ষে থেকেই এদিনের ম্যাচে মাঠে নামে ঘানা। জয় তুলে নিয়ে তারা ১০ ম্যাচে ২৫ পয়েন্ট অর্জন করে। তাদের বিশ্বকাপে খেলা নিশ্চিত হয় গ্রুপের অন্য ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা মাদাগাস্কার মালির কাছে ৪-১ গোলে হেরে গেলে। এই হারের ফলে ঘানাকে টপকে যাওয়ার সব সম্ভাবনা শেষ হয়ে যায় মাদাগাস্কারের।এর আগে উত্তর আফ্রিকার ৪ দেশ আলজেরিয়া, মিসর, মরক্কো ও তিউনিসিয়া বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করেছিল। ঘানা পশ্চিম আফ্রিকার প্রথম দল হিসেবে এই তালিকায় নাম লেখালো।এ নিয়ে নিজেদের ইতিহাসে পঞ্চমবারের...