বন্ধুর পরামর্শে মসলা জাতীয় ফসল একাঙ্গী চাষ শুরু করেছেন মেহেরপুরের গাংনী উপজেলার ব্যাংক কর্মকর্তা ইশতিয়াক হোসেন। কৃষির প্রতি আগ্রহ থেকে দেড় বিঘা জমিতে চাষ শুরু করেছেন তিনি। স্বপ্ন দেখছেন বিঘাপ্রতি পাঁচ লাখ টাকা আয়ের।কৃষি অফিসও দিচ্ছেন প্রয়োজনীয় পরামর্শ। ব্যাংক কর্মকর্তা ইশতিয়াক হোসেন বলেন, একাঙ্গী মসলা হিসেবে যেমন ব্যবহৃত হয়, তেমনি মাছের খাবার তৈরিতেও এটি ব্যবহার হয়। এক বন্ধুর কাছ থেকে ফসলটির সম্ভাবনার কথা শুনে চেষ্টা শুরু করেছি। মাত্র ১ লাখ ৫০ হাজার টাকা খরচ করে জমিতে একাঙ্গী চাষ শুরু করেছি। ফলন ভালো হলে আগামীতে বড় পরিসরে চাষ করব। জেলায় বাজার চাহিদা না থাকায় উৎপাদিত একাঙ্গী পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জ বাজারে বিক্রি হয়। ইশতিয়াকের উদ্যোগ দেখে এলাকায় আগ্রহী হচ্ছেন অনেকেই। গোয়ালগ্রামের রাব্বি জানান, একাঙ্গী চাষের খবর পেয়ে তিনি দেখতে ও পরামর্শ...