পরীমনিচার বছর আগে মাদক মামলায় গ্রেপ্তার হওয়া পরীমনি এবার নিজের জীবনের সেই কঠিন অধ্যায়কে বড় পর্দায় উপস্থাপন করতে যাচ্ছেন। রিমান্ড ও কারাবাসের বাস্তব অভিজ্ঞতা থেকেই উঠে আসতে পারে তার নতুন সিনেমার কাহিনি। ২০২১ সালে র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন পরীমনি। তার বাসায় প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়ে বিভিন্ন আলামত জব্দ করা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। সে সময় তিনি তিন দফায় মোট সাত দিন রিমান্ডে ছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরীমনি রিমান্ডের অভিজ্ঞতা নিয়ে বলেন, “রিমান্ড একটা ফালতু জিনিস। সেখানে মানুষকে ভয় দেখানোর জন্য বড় বড় ছবি লাগানো থাকে। কিন্তু এগুলো দেখে কেউ ভয় পায় না। আমি বলেছিলাম এগুলো বদলানো উচিত।” কারাগারে নির্যাতনের বিষয়ে তিনি বলেন, “আমাকে কেন আটক করা হয়েছিল, তারাই জানত না। একজন আরেকজনকে জিজ্ঞেস করত।...