১৩ অক্টোবর ২০২৫, ০১:৫১ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০১:৫৩ পিএম মধ্যপ্রাচ্যে শান্তির এক নতুন অধ্যায় সূচনার প্রতীকী মুহূর্তে ইসরাইল লাল গালিচা বিছিয়ে স্বাগত জানাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। দুই বছরের রক্তক্ষয়ী সংঘাতের অবসান চুক্তির পর এই সফরকে শুধু কূটনৈতিক নয়, বরং ঐতিহাসিক বলে মনে করছেন বিশ্লেষকেরা। যুদ্ধবিরতি, জিম্মি মুক্তি এবং আঞ্চলিক স্থিতিশীলতার প্রেক্ষাপটে ট্রাম্পের এই সফর ইসরাইলি রাজনীতিতে নতুন এক মাত্রা যোগ করেছে। সোমবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় সকালে ট্রাম্পকে বহনকারী মার্কিন প্রেসিডেন্টের উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ান ইসরাইলের বেন গুরিওন বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাঁকে রাষ্ট্রীয় সম্মান ও লাল গালিচায় অভ্যর্থনা জানানো হয়। এটি ছিল গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর তাঁর প্রথম মধ্যপ্রাচ্য সফর। এই সফরের মূল উদ্দেশ্য—ইসরাইলি পার্লামেন্টে ভাষণ দেওয়া এবং পরবর্তীতে মিশরে অনুষ্ঠিতব্য যুদ্ধবিরতি চুক্তির...