ঢাকা: ঘানার উত্তর-পূর্বাঞ্চলে একটি হ্রদে নৌকাডুবিতে ১৫ জন মৃত্যু হয়েছে। এদের বেশিরভাগই শিশু। রোববার দেশটির সমুদ্র বন্দর কর্তৃপক্ষ একথা জানিয়েছে।ঘানা সমুদ্র বন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘দুঃখজনকভাবে, নিহতদের মধ্যে ১১ জনের বয়স দুই বছর থেকে ১৪ বছর। এদের পাঁচ জন ছেলে ও ছয় জন মেয়ে)।’শনিবার পশ্চিমাঞ্চলীয় জেলার ক্রাচি ভোল্টা হ্রদে এই দুর্ঘটনা ঘটে। শিশু ও অন্যান্য হতাহতরা এ সময় ওকুমা থেকে বোভিমে যাচ্ছিলেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।সমুদ্র বন্দর কর্তৃপক্ষের বিবৃতিতে আরও বলা হয়েছে, এই দুর্ঘটনায় চার জন প্রাপ্তবয়স্ক বেঁচে গেছেন। দুর্ঘটনাটিকে ‘নিরাপত্তা মানের একটি গুরুতর ও অগ্রহণযোগ্য লঙ্ঘন’ হিসাবে বর্ণনা করা হয়েছে।কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে যে নৌকাটি ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী আরোহী ছিল।কারণ, নির্ধারণের জন্য নৌবাহিনীর কর্মীসহ একটি বিশেষ তদন্ত দল মোতায়েন করা হয়েছে।কর্তৃপক্ষ আরও জানিয়েছে, তারা...