বাউফলে ধুলিয়া কলেজিয়েট স্কুলের নবম শ্রেণির এক ছাত্রীকে (১৪) ধর্ষণের চেষ্টার প্রতিবাদে আজ সোমবার (১৩ অক্টাবর) সকাল ১০ টার দিকে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় অভিযুক্ত ব্যবসায়ী ইমরান হাওলাদার (২৫)-এর মালিকানাধীন ‘মা টেলিকম’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছে তারা। ইমরান ধুলিয়া ইউনিয়নের সোবাহান হাওলাদারের ছেলে। ভুক্তভোগী ছাত্রী বলেন, “আমি সোমবার সকাল ৮ টার দিকে রেজিস্ট্রেশনের জন্য ছবি তুলতে গিয়েছিলাম। হঠাৎ ইমরান কুপ্রস্তাব দেয়। আমি রাজি না হলে সে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। আমি ভয় পেয়ে দোকান থেকে দৌড়ে বের হয়ে আসি।” সহপাঠী রাফি বলেন, “আমাদের সহপাঠী ছবি তুলতে গেলে দোকানদার তাকে কুপ্রস্তাব দেয় এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। আমরা এই ঘটনার বিচার চাই।”...