চলতি বছরের হজ মৌসুমে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের কাছ থেকে ৯৯০টি হজ এজেন্সির অব্যয়িত প্রায় ৩৮ কোটি টাকা দেশে ফেরত আনা হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। আজ (১৩ অক্টোবর) সোমবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আমরা ইতিমধ্যে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে ৯৯০টি এজেন্সির খরচ না হওয়া অর্থ ফেরত পেয়েছি। এই টাকা হজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার অংশ হিসেবে সরকারি কোষাগারে জমা হবে। ধর্ম উপদেষ্টা আরও জানান, চলতি মৌসুমে মোট ৫৯ হাজার ৬০ জন বাংলাদেশি হজযাত্রীর নিবন্ধন সম্পন্ন হয়েছে। সৌদি সরকারের সম্মতি পাওয়া গেলে নিবন্ধনের সময়সীমা কিছুটা বাড়ানো হতে পারে, যাতে আরও আগ্রহী মুসল্লিরা...