চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ এলাকায় বিষাক্ত মদ পানে দুই দিনে ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও গুরুতর অসুস্থ একজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) ও শনিবার (১১ অক্টোবর) ২ জন ও রোববার (১২ অক্টোবর) ৪ জন মারা গেছে। ঘটনা জানাজানির আগেই ৪ জনের গোপনে দাফন সম্পন্ন হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার নফরকান্তি গ্রামের পূর্বপাড়ার ভ্যানচালক খেদের আলী (৪০), খেজুরা গ্রামের হাসপাতালপাড়ার মাছ ব্যবসায়ী মোহাম্মদ সেলিম (৪০), পিরোজখালী গ্রামের স্কুলপাড়ার ভ্যানচালক মোহাম্মদ লালটু ওরফে রিপু (৩০), শংকরচন্দ্র গ্রামের মাঝেরপাড়ার শ্রমিক মোহাম্মদ শহীদ (৪৫), ডিঙ্গেদহ গ্রামের টাওয়ারপাড়ার মিল শ্রমিকমোহাম্মদ সামির (৫৫) এবং ডিঙ্গেদহ এশিয়া বিস্কুট ফ্যাক্টরিপাড়ার শ্রমিক সরদার মোহাম্মদ লালটু (৫২)। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ৮/৯ জন লেবার একত্র হয়ে চুয়াডাঙ্গা...