প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে নির্বাচন আয়োজনের বিষয়টি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়া উচিত বলে মত প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খ্রিস্টান ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, আগামী নির্বাচন হবে জনগণের রায়ের ভিত্তিতে। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র এ বিষয়টি প্রমাণের সুযোগ আসছে। তবে সেই নির্বাচনের পথে বাধা সৃষ্টি করার নানা চেষ্টা আমরা লক্ষ্য করছি। পিআর পদ্ধতির প্রসঙ্গে তিনি বলেন, হঠাৎ করে পিআর পদ্ধতি নিয়ে আন্দোলন শুরু করাটা পরিষ্কার নয়।...