বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলাতে দেওয়া দুই পর্বের সাক্ষাৎকার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পলাশী মোড়ে দেখানো হয়েছে।সাক্ষাৎকারটি প্রজেকটরের মাধ্যমে দেখানোর ব্যবস্থা করেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক।রোববার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টায় ছাত্রদলের এ নেতার উদ্যোগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উক্ত প্রদর্শনীর ব্যবস্থা করা হয়।জানা যায়, মূলত সাধারণ জনগণের দোরগোড়ায় তারেক রহমানের বার্তা পৌঁছে দিতেই নিজ উদ্যোগে এ কর্মসূচি পালন করেন ছাত্রদল নেতা তারিক।আগামী সংসদের ওপর পিআর ইস্যু ছেড়ে দিতে বললেন মির্জা ফখরুলএ সময় শিশু, ছাত্র, চাকরিজীবী, ব্যবসায়ী, রিকশাচালক, পথচারীসহ নানা শ্রেণির মানুষ উপস্থিত থেকে প্রদর্শনীটি উপভোগ করেন। তারেক রহমানের বক্তব্য চলাকালীন তাদের কাউকে কাউকে তার পক্ষে স্লোগান দিতেও দেখা যায়।জানতে চাইলে...