গাজায় হামাসের বন্দিদশা থেকে মুক্তি পাওয়া সাত ইসরায়েলি জিম্মি ‘সীমান্ত অতিক্রম করে ইসরায়েল রাষ্ট্রে প্রবেশ করেছে’ বলে নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। তারা আরও বলেছে, “মুক্তি পাওয়ারা এখন ইসরায়েলের দক্ষিণাঞ্চলে তাদের প্রাথমিক অভ্যর্থনা কেন্দ্রের দিকে যাচ্ছেন। সেখানে তারা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হবেন।” ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, এসব জিম্মিরা গাজায় হামাসের বন্দিশালায় ৭৩৮ দিন কাটানোর পর মুক্তি পেয়েছেন। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস গাজায় এ বন্দিদের মুক্তি দিয়ে আন্তর্জাতিক রেডক্রসের কমিটির হাতে তুলে দেয়। রেডক্রসের গাড়ি এসব জিম্মিকে নিয়ে গাজায় অবস্থানরত ইসরায়েলি বাহিনীর কাছে পৌঁছে দেয়। এসময় ইসরায়েলি স্পেশাল ফোর্স রেডক্রসের গাড়িগুলোকে পাহারা দেয়। এরপর ইসরায়েলি সামরিক বাহিনী তাদের গাজা সীমান্তের কাছে ইসরায়েলের একটি সামরিক...