ঢাকা: চুয়াডাঙ্গায় বিষাক্ত চোলাই মদ পান করে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে। চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।মৃতরা হলেন- সদর উপজেলার শঙ্করচন্দ্র গ্রামের লাল্টু (৪৫), শহীদ মোল্লা (৫০), ছমির উদ্দীন (৫৫), খাজুরা গ্রামের সেলিম (৩৮), পিরোজখালি পূর্ব পাড়ার লালটু (৩৮) এবং খেদের আলী (৫৫)। তারা সবাই পেশায় দিনমজুর ও লেবারের কাজ করতেন বলে জানা গেছে।ওসি খালেদুর রহমান বলেন, ‘গত শুক্রবার (১০ অক্টোবর) ১০-১২ জন ডিঙ্গেদহ এলাকার গোপনস্থানে বিষাক্ত চোলাই মদ পান করেন। পরদিন ১১ অক্টোবর ৩ জনের মৃত্যু হয়। পরে আবার রবিবার (১২ অক্টোবোড়ো) রাতে তিনজন মদপানে অসুস্থ হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিতে এলে ২ জনের মৃত্যু হয়।তাদের মধ্যে ১ জন সদর হাসপাতালে ভর্তি আছেন। এ...