চলতি বছরের ডিসেম্বরে মাঠে গড়াবে বিপিএলের পরবর্তী আসর। এরই মধ্যে দেশের জনপ্রিয় এই টুর্নামেন্টকে ঘিরে নিজেদের কাজ শুরু করে দিয়েছে আয়োজকরা। এবারের আসরে বিপিএলে ফরচুন বরিশালের খেলা নিয়ে সংশয় জাগলেও দলটির মালিক মিজানুর রহমান জানিয়েছেন তারা বিপিএলে খেলতে আগ্রহী। একই সঙ্গে তিনি দাবি করেন, বরিশাল যদি বিপিএলে অংশ নেয় তাহলে তামিম ইকবাল ফরচুন বরিশালের হয়েই মাঠ মাতাবেন।সম্প্রতি সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দিয়ে আলোচনার জন্ম দেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। তবে এ বিষয়ে পরিষ্কার বক্তব্য দিয়েছেন বরিশালের মালিক মিজানুর রহমান। তিনি মনে করেন, তামিম তার বক্তব্যে সাধারণ খেলা বয়কটের ডাক দিয়েছেন। বিপিএল হলে তামিম খেলবেন বলে আশাবাদী মিজানুর রহমান।এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মনে করি না তামিম বিপিএলে খেলবেন না। তিনি যে ক্রিকেট বয়কটের কথা বলেছেন, সেটা সম্ভবত সাধারণ...