নোয়াখালীর সদরে সিঁধ কেটে ঘরে ঢুকে এক নারীকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার দুপুরে গ্রেপ্তার আসামিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এর আগে রোববার বিকালে লক্ষ্মীপুর সদর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু জানান। তিনি বলেন, গ্রেপ্তার ৩২ বছর বয়সী মো. জসিম সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজচরা গ্রামের জামাল উদ্দিনের ছেলে। র্যাব বলছে, ভুক্তভোগী ওই নারী নিঃসন্তান ছিলেন। তার স্বামী মাইজদী শহরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। এজন্য সপ্তাহে একদিন বাড়িতে যেতেন। ওই নারী তার পালিত মেয়েকে সন্তানকে নিয়ে বাড়িতে থাকতেন। গত ১৭ সেপ্টেম্বর রাতে তার ঘরে সিঁধ কেটে প্রবেশ করে জসিম ও তার এক সহযোগী। পরে...