
‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫’-এর আওতায় চলতি বছরের ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন দেশের সব নদনদীতে ইলিশ মাছ আহরণ, সংরক্ষণ, পরিবহন, বাজারজাত ও বিক্রি নিষিদ্ধ করা হলেও মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মার জেলেরা যেন আইনকেই চোখ রাঙাচ্ছেন। প্রতিদিনই আইন অমান্য করে, দিনের আলো ও রাতের আঁধারে সংঘবদ্ধভাবে পদ্মানদীতে চলছে মা ইলিশ নিধনের মহোৎসব। জেলেদের এমন তাণ্ডব ঠেকাতে হিমশিম খাচ্ছে উপজেলা মৎস্য বিভাগ। নিয়মিত অভিযান, জেল-জরিমানা ও ভ্রাম্যমাণ আদালতের শাস্তিও যেন তাদের দমাতে পারছে না। সাম্প্রতিক কয়েকদিনে সরেজমিনে হরিরামপুর উপজেলার হাতিঘাটা, কাঞ্চনপুর, কালিতলা, লেছড়াগঞ্জ, হরিণাঘাট, সেলিমপুরসহ বিভিন্ন ঘাটে দেখা গেছে, জেলেরা দলবেঁধে মা ইলিশ শিকার করছেন। স্থানীয়রা জানান, প্রকাশ্যেই বিকেল বা সন্ধ্যায় হাতিঘাটা বাজারে ৮০০ থেকে ১০০০ টাকা কেজি দরে ইলিশ বিক্রি হচ্ছে। এমনকি, গত ১১ অক্টোবর দুপুরে কাঞ্চনপুর এলাকায়...