‘হা হা হা এটাই বাস্তব, আই লাভ ইউ’ শুনলেই প্রথমে যে নামটি মাথায় আসে তিনি দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। নেত্রকোনার আঞ্চালিক ভাষায় বিভিন্ন কনটেন্ট বানিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছেন। দীর্ঘ ৯ বছর ধরে কনটেন্ট তৈরি করে আসা রিপন এবার এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এনেছেন। ফেসবুক পেজ হ্যাকিংয়ের চেষ্টা এবং প্রাণনাশের হুমকি পেরিয়ে এবার তার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপের গুরুতর অভিযোগ তুলেছেন তিনি। সোমবার (১৩ অক্টোবর) রিপন তার ফেসবুকে লেখেন, আমি রিপন মিয়া। আপনাদের ভালোবাসা ও সাপোর্টে আমি ২০১৬ সাল থেকে দীর্ঘ ৯ বছর ধরে এই স্থানে আসতে পেরেছি। এই সময়ে আমার দ্বারা কারও ক্ষতি করার কোনো রেকর্ড নেই। এমনকি যেকোনো কনটেন্ট ক্রিয়েটর আমাকে ডাকলে আমি সব সময় সাড়া দিয়েছি। তিনি যোগ করেন, আল্লাহর অশেষ রহমতে সময়ের সঙ্গে সঙ্গে...