ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির দাবিতে ঢাকা শহরের শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টার পর শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন। এর পর একে একে অন্যান্য কলেজের শিক্ষার্থীরা যোগ দিয়ে পরিস্থিতি আরও তীব্র হয়ে ওঠে। এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে তাদের ক্ষোভ প্রকাশ করেন। স্লোগানগুলোতে ছিলো- ‘অধ্যাদেশ নিয়ে টালবাহানা চলবে না!’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে!’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য চলবে না!’। আন্দোলনকারীরা দাবি করেছেন, তারা দীর্ঘদিন ধরে যে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার জন্য অধ্যাদেশ জারির দাবি জানিয়ে আসছেন, তা অবিলম্বে পূর্ণাঙ্গভাবে কার্যকর হোক। এদিকে, শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষা ভবন থেকে সচিবালয় অভিমুখী সড়কে...