প্রধান প্রজনন মৌসুমে ২২ দিন মা ইলিশ রক্ষায় লক্ষ্মীপুরের রায়পুরে-মেঘনার অভয়াশ্রম এলাকায় টাস্কফোর্সের বিশেষ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করায় ১৫ কেজি ইলিশ, ১০ জেলে, একটি নৌকা ও ৮০ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়েছে। রাতেই সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৯ জেলেকে জনপ্রতি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড এবং এক জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস এবং জব্দকৃত মাছ দুস্থদের মাঝে বিতরণ করা হয়। রোববার (১২ অক্টোবর) রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত মেঘনা নদীতে বিশেষ টাস্কফোর্স এই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা মৎস কর্মকর্তা আমিনুল ইসলাম ও সহকারি পরিচালক জসিম উদ্দিন। সকালে এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশগ্রহণকারী রায়পুরের সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা...