গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ৪৮ ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এদের মধ্যে অন্তত ২০ জন জীবিত আছে বলে ধারণা করা হচ্ছে। এরইমধ্যে প্রথমধাপে সাত জিম্মিকে মুক্তি দিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। ইসরাইলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, হামাসের মুক্তি দেওয়া সাতজন বন্দি এখন তাদের হেফাজতে রয়েছে এবং তারা ‘ইসরাইলি ভূখণ্ডের পথে’ রয়েছে। মুক্ত প্রাপ্ত সাত জিম্মি হলেন— গালি বারম্যান, জিভ বারম্যান, আইটান আব্রাহাম মোর, ওমরি মিরান, মাতান অ্যাঙ্গরেস্ট, আলোন আহেল ও গাই গিলবোয়া-দালাল। আরও পড়ুনআরও পড়ুনউড়োজাহাজ থেকে গাজার জিম্মি মুক্তির ‘লাইভ স্ট্রিমিং’ দেখছেন ট্রাম্প! এছাড়াও জিম্মিদের তালিকায় রয়েছেন, অ্যারিয়েল কুনিও ও তার ভাই ডেভিড কুনিও। ২০২৩ সালের ৭ই অক্টোবর তারা অপহৃত হয়েছিলেন। পরিবারের কাছে পাঠানো সবশেষ বার্তায় তিনি বলেছেন, ‘আমরা একটা হরর মুভির মধ্যে আছি’। বাকী জিম্মিরা হলেন—মাতান জানগৌকার (২৫), নিমরদ...