হামাস ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি ও ২৮ জনের মরদেহ ফেরত দেওয়ার বিনিময়ে আজ সোমবার ইসরায়েল প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দি ও গাজা থেকে আটক ব্যক্তিকে মুক্তি দেবে। ইতিমধ্যে ৭ জন জিম্মিকে রেডক্রসের কাছে হস্তাস্তর করেছে হামাস। ফিলিস্তিনি কোনো বন্দিকে এখনও মুক্তি দেয়নি ইসরায়েল। তাদের স্বজনরা অধীর অপেক্ষায় প্রিয়জনদের ফেরার জন্য।আরো পড়ুন:ইসরায়েলে পৌঁছেছেন ট্রাম্প, পাচ্ছেন ‘প্রেসিডেন্ট পদক’ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া শুরু করেছে হামাস ইসরায়েলে পৌঁছেছেন ট্রাম্প, পাচ্ছেন ‘প্রেসিডেন্ট পদক’ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনুসের নাসের হাসপাতালে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দিদের আনা হবে। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের গ্রহণের জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে। নাসের হাসপাতালের চিকিৎসক ও নার্সরা বলছেন, তারা মুক্তিপ্রাপ্ত বন্দীদের গ্রহণের জন্য অপেক্ষায় আছেন। পরিবারের সঙ্গে পুনর্মিলনের আগে তাদের চিকিৎসা পরীক্ষা করা হবে। ফিলিস্তিনি মুক্তিপ্রাপ্ত বন্দীদের বরণ করতে...