দীর্ঘ সময় ধরে বিজ্ঞানীরা ধারণা করেছেন, আমাদের সূর্য ধীরে ধীরে ঘুমের মতো এক নিস্তব্ধ অবস্থায় চলে যাচ্ছে। আর এ সময়টি ‘গভীর সৌর ন্যূনতম’ নামে পরিচিত। এর শুরু হয়েছিল ১৯৮০-এর দশকে এবং শেষ হয় ২০০৮ সালে। কিছু বিজ্ঞানীর ধারণা, সূর্যের এই শান্ত অবস্থা হয়ত কয়েক শত বছর ধরে চলবে। তবে ২০০৮ সালে হঠাৎ অদ্ভুতভাবে সক্রিয় হয়ে ওঠে সূর্য, যেন নিজেই ঘুম থেকে জাগিয়ে তুলেছিল নিজেকে। তার পর থেকে সূর্য ক্রমশ আরও সক্রিয় হয়ে উঠেছে। সাম্প্রতিক বছরগুলোতে সূর্যে আরও বেশি প্লাজমা বিস্ফোরণ ও শক্তিশালী চৌম্বক ক্ষেত্র লক্ষ্য করেছেন নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির গবেষকরা, যা সূর্যের কার্যকলাপ বাড়ারই ইঙ্গিত বলে দাবি তাদের। এর মানে হচ্ছে সূর্য থেকে আরও ঘন ঘন সৌরচ্ছ্বটা, করোনাল ভর নির্গমন ও ভূ-চৌম্বক ঝড় ঘটতে পারে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি...