ঢাকা: অনুদানভুক্ত ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাকে জাতীয়করণের ২৮ জানুয়ারির ঘোষণার দ্রুত বাস্তবায়নের দাবিতে লাগাতার অবস্থান ধর্মঘট পালন করছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি।সোমবার (১৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. সামছুল আলম, সদস্য সচিব মোহাম্মদ আল-আমিন, ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান, শিক্ষক সমিতির মহাসচিব মো. তাজুল ইসলাম ফরাজী এবং সভাপতি মো. জাকির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।বক্তারা বলেন, গত ১৪ সেপ্টেম্বর আন্দোলন চলাকালীন অবস্থায় সরকারের নির্দেশে মাদ্রাসা ও কারিগরি সচিবের আমন্ত্রণে আন্দোলনরত শিক্ষকদের পক্ষ থেকে ১৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল সচিবের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক বৈঠক করেন। বৈঠকে শিক্ষকদের দাবি ১ মাসের মধ্যে বাস্তবায়নে প্রতিশ্রুতি প্রদান করেন। পরবর্তীতে বিকাল ৪টায় মাদরাসা ও কারিগরি বিভাগের যুগ্ম সচিব...