মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করে ঘোষণা করেছেন, আমি যুদ্ধ থামাতে পারি, আমি শান্তি আনতে জানি-গাজায় যুদ্ধ শেষ।’ এবার গাজায় হামাসের হাতে আটক বন্দীদের মুক্তির জন্য তিনি গেলেন ইসরায়েলে। যা ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির অংশ। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন ‘যুদ্ধবিরতি টিকবে এবং গাজার জন্য একটি “বোর্ড অব পিস” বা শান্তি পর্ষদ দ্রুত গঠন করা হবে। তিনি বলেন,বর্তমানে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।’ ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও মধ্যস্থতাকারী দেশ কাতারের ভূমিকাও প্রশংসা করেন। স্থানীয় সময় সোমবার দুপুর নাগাদ (বাংলাদেশ সময় বিকেল ৪টায়) হামাসের হাতে থাকা সব বন্দীকে মুক্তি দেওয়ার সময়সীমা শেষ হবে। পরে ট্রাম্প যাবেন মিসরে, সেখানে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিবেন তিনি, যার লক্ষ্য গাজা যুদ্ধের স্থায়ী সমাপ্তি নিশ্চিত করা। ২০২৩ সালের ৭...