১৩ অক্টোবর ২০২৫, ১২:৪৮ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ১২:৪৮ পিএম সারাদেশের ন্যায় গাজীপুরের কালীগঞ্জে ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য এক র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার নাহিম সুলতানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন ভূইয়া, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. ইউসুফ হাবিব ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আবু বকর প্রমুখ। এ সময় অন্যান্যের মাঝে উপজেলা প্রাণী...