ফিলিস্তিনি স্বাধীনতার জন্য লড়াইরত গোষ্ঠী হামাস গাজায় আটক থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া শুরু করেছে। সোমবার সকাল ৮টার কিছু পরে তারা সাত জিম্মিকে আন্তর্জাতিক রেড ক্রসের হাতে তুলে দেয়। এখন এই জিম্মিদের ইসরায়েলি বাহিনীর কাছে নিয়ে যাওয়া হচ্ছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।ইসরায়েলের সেনাবাহিনী এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, রেড ক্রস তাদের নিশ্চিত করেছে যে, হামাস সাতজন জিম্মিকে হস্তান্তর করেছে।তারা হলেন—ইতান মোর, গালি বারম্যান, জিভ বারম্যান, মাতান অ্যাগ্রেস্ট, ওমরি মিরান, আলন এহল ও গাই গিলবোয়া দালাল।এই জিম্মিদের মুক্তির প্রতিক্রিয়ায় ইসরায়েলও ২ হাজার ফিলিস্তিনি বন্দিকে ছাড়বে বলে জানিয়েছে। তাদের মধ্যে ২৫০ জনের যাবজ্জীবন কারাদণ্ড ছিল।সাত ইসরায়েলি বন্দি হস্তান্তর, মুক্তির অপেক্ষায় ২ হাজার ফিলিস্তিনিতবে ফিলিস্তিনের বিখ্যাত নেতা মারওয়ান বারঘৌতি এই মুক্তিপ্রাপ্তদের তালিকায় নেই। অনেকেই তাকে ‘ফিলিস্তিনের ম্যান্ডেলা’ বলে ডেকে থাকেন।এর আগে...