বিরল ইনফেকশনজনিত রোগে আক্রান্ত এক বছরের শিশু মিমের সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। পরিবার সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শিশু মিমকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে আইসিইউতে রাখার সিদ্ধান্ত নেন। কিন্তু পরিবারের আর্থিক অক্ষমতার কারণে একদিনের প্রায় ৩০ হাজার টাকার বকেয়া বিল পরিশোধ না করায় ১১ অক্টোবর বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ আইসিইউ থেকে শিশুটিকে বের করে দেয় বলে অভিযোগ করেন মিমের মা আলো বেগম। তিনি বলেন, আমার মেয়ের অবস্থা ভালো নয়। দ্রুত চিকিৎসা না দিলে হয়তো বাঁচাতে পারব না। সরকারি শিশু হাসপাতালে নিতে চেয়েছিলাম, কিন্তু বকেয়া বিল না দিলে হাসপাতাল থেকে ছাড়ছিল না।...