কিন্তু বর্তমানে এমভিএনও, ট্রিপল প্লে ও কোয়াড প্লে চালুর জন্য কোনো স্পষ্ট নির্দেশিকা (গাইডলাইন) নেই। এছাড়া, এই সেবা চালানোর জন্য বিটিসিএলের সক্ষমতা এবং বিনিয়োগের প্রস্তুতিও প্রশ্নের মুখে আছে। বিটিসিএলের প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এই উদ্যোগ সম্পর্কে ফেসবুকে বিস্তারিত তথ্য দিয়েছেন। ২৭ সেপ্টেম্বর দেওয়া তার পোস্টে তিনি লিখেছেন, "বাংলাদেশে প্রথমবারের মতো ট্রিপল প্লে ও কোয়াড প্লে নিয়ে আসছে বিটিসিএল। এতে মোবাইল ভার্চ্যুয়াল নেটওয়ার্ক অপারেটর (এমভিএনও), মোবাইল সিম, আলাপ ও জিপন সেবা থাকবে। পাশাপাশি পাওয়া যাবে আনলিমিটেড ভয়েস ও ডেটা। এ ছাড়া দেশি–বিদেশি বিভিন্ন ওটিটি বা স্ট্রিমিং প্ল্যাটফর্মের সেবা পাওয়া যাবে।" এমভিএনও হলো এমন এক ধরনের মোবাইল অপারেটর যাদের নিজস্ব কোনো নেটওয়ার্ক নেই। তারা অন্য মোবাইল অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করে সিম, ডেটা ও ভয়েস সুবিধা...