দুই বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর গাজায় যুদ্ধবিরতির মধ্যে সাত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি সংগঠন হামাস। মুক্তিপ্রাপ্ত সবাই পুরুষ বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা রেড ক্রস। সোমবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় ভোরে জিম্মিদের রেড ক্রসের জিম্মায় হস্তান্তর করে হামাস। পরে রেড ক্রস তাদের ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। খবর এএফপি এবং টাইমস অব ইসরায়েলের। মুক্তিপ্রাপ্তদের নাম প্রকাশ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। তারা হলেন, জিভ বেরমান, গালি বেরমান, এইতান মোর, মাতান আঙ্গরেস্ত, ওমরি মিরান, গাই গিলবোয়া-দালাল এবং অ্যালন ওহেল। এটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রথম জিম্মি মুক্তির ঘটনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত নতুন পরিকল্পনার ভিত্তিতে গত সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। উভয় পক্ষের সম্মতিতে গত শুক্রবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, হামাস জীবিত ২০ জন জিম্মির একটি...