বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে দীর্ঘদিন ধরেই নিজেদের সবচেয়ে সফল সংস্করণ হিসেবে পরিচিতি গড়ে তুলেছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই গর্ব এখন ম্লান। সর্বশেষ ১১ ওয়ানডের ১০টিতে হার ও টানা চারটি সিরিজে পরাজয়—সব মিলিয়ে বাংলাদেশ এখন পার করছে এক ভয়াবহ সময়। ২০১১ সালে সর্বশেষ টানা চার ওয়ানডে সিরিজ হেরেছিল দলটি—অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে। এরপর ২০১৬-১৭ সময়কালে আরেকটি দীর্ঘ ব্যর্থতার ধারা এলেও তখন শ্রীলঙ্কার বিপক্ষে একটি ড্র সিরিজে সামান্য স্বস্তি পেয়েছিল বাংলাদেশ। একসময় ওয়ানডেতে ধারাবাহিক উন্নতির গল্প লিখেছিল বাংলাদেশ। ২০২১ থেকে ২০২২ সালের মাঝামাঝি পর্যন্ত টানা পাঁচটি সিরিজ জিতে নিজেদের ইতিহাসের সেরা সময় কাটিয়েছিল তারা। দক্ষিণ আফ্রিকার মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ও এসেছিল সেই সময়।কিন্তু সেই ধারাবাহিকতা এখন অতীত। সর্বশেষ আটটি সিরিজে জয়ের মুখ দেখেছে কেবল একবার—২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে। বাকি...