নিউজিল্যান্ডের তারকা ব্যাটার কেন উইলিয়ামসনকে ছাড়াই ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে কিউইরা। সোমবার ঘোষিত দলে রাখা হয়নি উইলিয়ামসনকে। ছোটখাটো শারীরিক সমস্যার কারণে তাকে রাখা হয়নি বলে জানিয়েছেন, প্রধান কোচ রব ওয়াল্টার। ৩৫ বছর বয়সী সাবেক অধিনায়ক চলতি মৌসুমে নিউজিল্যান্ড ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি গ্রহণ করেননি। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠের টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন না। সিরিজটি ২-০ ব্যবধানে হেরেছে তারা। ওয়াল্টার বলেছেন, ‘গত এক মাস ধরে কেনকে ছোটখাটো শারীরিক সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছে। আমরা দু’জনেই মনে করেছি, ফিরে আসার আগে তার আরও কিছুটা সময় নেওয়া দরকার। সে বিশ্বমানের খেলোয়াড়, আমরা আশা করছি, এই দুই সপ্তাহের বিশ্রাম তাকে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ ও পরবর্তী ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য পুরোপুরি প্রস্তুত করে তুলবে।’ ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ...