ফরিদপুরে এক তরুণীকে প্রতারণার মাধ্যমে আবাসিক হোটেলে আটকে রেখে গণধর্ষণের ঘটনায় এজাহারনামীয় আসামি মো. মশিউর রহমান পুলককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। শনিবার রাতে ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন জেলা প্রশাসকের কার্যালয় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম। র্যাব জানায়, গত ১ জুন দুপুর আনুমানিক ১৪টা ১০ মিনিটে ফরিদপুর জেলার নিউমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। ভিকটিম (২০)-এর কাছে আসামি মশিউর রহমান পুলক দাবি করে যে, তার স্বামী অন্য এক নারীর সঙ্গে ফরিদপুর গুলবাগ এলাকার একটি আবাসিক হোটেলে অবস্থান করছে। ওই সংবাদে বিশ্বাস করে ভিকটিম পুলককে সঙ্গে নিয়ে হোটেলে গেলে, সে প্রতারণার মাধ্যমে তরুণীকে একটি কক্ষে আটকে রাখে। পরে একই দিন বিকাল ৪টা থেকে পরদিন...