মাত্র ১৪ বছর বয়সেই নজরকাড়া ব্যাটিং দিয়ে সবাইকে অবাক করে যাচ্ছেন বৈভব সূর্যবংশী। আইপিএলের সর্বশেষ আসরে ৩৮ বলে সেঞ্চুরি করে বনে যার পুরুষদের টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। এবার রঞ্জি ট্রফিতে বিহার দলের সহ-অধিনায়ক হলেন তিনি। ভারতের অন্যতম প্রতিভাবান এই তরুণ ক্রিকেটারকে ২০২৫-২৬ মৌসুমের রঞ্জি ট্রফির প্রথম দুই রাউন্ডের জন্য বিহার দলের সহ-অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন (বিসিএ)। সূর্যবংশীর এই উত্তরণ অবশ্য আকস্মিক নয়। সম্প্রতি ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে দুর্দান্ত খেলেছেন তিনি। অস্ট্রেলিয়ায় চার দিনের ম্যাচে ব্রিসবেনে ৭৮ বলে সেঞ্চুরি করার পাশাপাশি, তিন ইনিংসে ১৩৩ রান করে সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন। ইংল্যান্ড সফরে ওয়ানডে ম্যাচে ১৪৩ রানের ইনিংস খেলে যুব ওয়ানডেতে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন। ওই সিরিজে ৫ ম্যাচে ১৭৪.০১ স্ট্রাইক রেটে তার...