বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস নির্বাচনী প্রচারণার সময় নাশকতা, হামলা ও ভাঙচুরের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) ঢাকার মহানগর দায়রা জজ আদালতে অভিযোগ অস্বীকার করে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন তার আইনজীবীরা। মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, ২০১৮ সালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিচ্ছিন্ন মিছিল নিয়ে যাচ্ছিলেন মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস। এ সময় পুলিশের সঙ্গে দলের নেতাকর্মীদের সংঘর্ষ বাঁধে। এই ঘটনায় বাদী হয়ে পল্টন থানায় মামলা করে পুলিশ। আরও পড়ুনউপদেষ্টা রিজওয়ানাকে এনসিপি নেতার হুঁশিয়ারিমামলা...