পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতের তালিকাভুক্ত কোম্পানি জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের পরিচালনা পর্ষদ আবারো সাবসিডিয়ারি জেএমআই স্পেশিয়ালাইজড হসপিটালে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতভাবে ১১ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য মতে, জেএমআই স্পেশিয়ালাইজড হসপিটালে ১১ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ করবে জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং। জেএমআই স্পেশিয়ালাইজড হসপিটালের চলমান কাজ শেষ করার জন্য আধুনিক মেশিনাররিজ ক্রয় এবং চলতি মূলধন ও অন্যান্য চাহিদা পূরণের জন্য এই অর্থ বিনিয়োগ করা হবে। কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিনিয়োগের মাধ্যমে হাসপাতালের চিকিৎসা সেবা ও অবকাঠামোগত সক্ষমতা আরো বৃদ্ধি পাবে। পাশাপাশি, দীর্ঘমেয়াদে স্বাস্থ্য খাতে কোম্পানির অবস্থান আরো শক্তিশালী হবে বলে আশা...