এক বনে দুই বাঘ। কিংবা এক রাজ্যে দুই রাজা। ঝামেলা তো হবেই! ভিনিসিউস জুনিয়র ও কিলিয়ান এমবাপেকে নিয়ে এই ধরনের কথা বলা বা লেখা হয় প্রায়ই। দুজনের সম্পর্কের টানাপোড়েন নিয়েও কম খবর হয়নি। তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে এমবাপে বললেন, ব্রাজিলিয়ান তারকার সঙ্গে তার সম্পর্ক দারুণ এবং সময়ের সঙ্গে তা উষ্ণতর হচ্ছে। এমবাপের আগমনের আগে রেয়াল মাদ্রিদের সবচেয়ে বড় তারকা ছিলেন ভিনিসিউস। অসাধারণ পারফরম্যান্সে ব্যালন দ’র জয়ের দাবিদারও ছিলেন তিনি। তবে এমবাপে আসার পর থেকে আলোচনার কেন্দ্রে এই ফরাসি তারকাই। ভিনিসিউসের ওপর থেকে পাদপ্রদীপের আলো সরে যায় কিছুটা। পারফরম্যান্সও দুজনের ছিল দুইরকম। রেয়ালে প্রথম মৌসুমেই ইতিহাস গড়ে গোলের রেকর্ডের জন্ম দেন এমবাপে। চলতি মৌসুমের শুরুটাও দুর্দান্ত করেছেন ২৬ বছর বয়সী ফরোয়ার্ড। ভিনিসিউসের পারফরম্যান্স গত মৌসুমে ছিল আগের মৌসুমের চেয়ে বেশ...