অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় যুদ্ধ বন্ধে শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে আজ সোমবার। লোহিত সাগর উপকূলে মিসরের পর্যটন নগরী শারম আল-শেখে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিসরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসির যৌথ সভাপতিত্বে সম্মেলনে এ শান্তিচুক্তি স্বাক্ষর হবে। শনিবার মিসরের প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ২০টির বেশি দেশের প্রতিনিধিরা এ সম্মেলনে অংশ নিচ্ছেন। বিবৃতিতে বলা হয়, গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ, শান্তি ও স্থিতিশীলতা অর্জনের প্রচেষ্টা জোরদার করতে এবং টেকসই আঞ্চলিক নিরাপত্তার নতুন যুগ শুরুর প্রচেষ্টা গ্রহণ করা হবে। সম্মেলনে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ উপস্থিত থাকবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। এছাড়া জার্মানি, কাতার, সংযুক্ত আরব আমিরাত, জর্দান, সৌদি আরব, পাকিস্তান ও...