১৩ অক্টোবর ২০২৫, ১২:৪৮ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ১২:৫১ পিএম ব্রিটেন বর্তমানে চীনের কাছ থেকে ঋণের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছে, যা দেশের অর্থনৈতিক নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ ও রাজনীতিকরা সতর্ক করেছেন, বিদেশি বিনিয়োগকারীর হাতে ব্রিটেনের বিশাল ঋণ থাকায় চীন ব্রিটিশ নীতি নির্ধারণে প্রভাব বিস্তার করতে পারে। বিশেষ করে যখন সরকার অতিরিক্ত ব্যয় ও ঋণের সুদে জর্জরিত। সম্প্রতি এই বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারকে সতর্ক করা হয়েছে। এই সতর্কবার্তাটি আসে এমন এক সময়ে যখন চীনের দুটি সন্দেহভাজন গুপ্তচরের বিরুদ্ধে মামলা লেবার সরকার প্রত্যাহার করেছে। এ বিষয়ে সমালোচনা উঠেছে কারণ সরকার বেইজিংকে ‘নিরাপত্তা হুমকি’ হিসেবে ঘোষণা করতে অস্বীকার করেছে। কনজারভেটিভরা পার্লামেন্টে বিতর্ক বাধ্যতামূলক করার হুমকি দিয়েছে। সাবেক নিরাপত্তা মন্ত্রী টম টুগেনডাট বলেছেন, তিনি সরকারের...