১৩ অক্টোবর ২০২৫, ১২:২২ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ১২:২৫ পিএম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে অনুষ্ঠিতব্য মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলনে ইরান অংশগ্রহণ করবে না। রোববার (১২ অক্টোবর) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান মিসরের শারম আল-শেখে আয়োজিত সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। সংবাদে বলা হয়েছে, ইরানের এই সিদ্ধান্তের মূল কারণ হলো ইরানি জনগণের ওপর হামলা চালানো দেশগুলোর সঙ্গে কোনো বৈঠকে বসা সম্ভব নয়। আরাঘচি নিজের এক্স (পূর্বের টুইটার) অ্যাকাউন্টে লিখেছেন, “আমরা কূটনৈতিক সংলাপকে গুরুত্ব দিই, তবে যারা ইরানি জনগণের ওপর হামলা চালিয়েছে এবং এখনো হুমকি ও নিষেধাজ্ঞা আরোপ করছে, তাদের সঙ্গে আমরা কোনো বৈঠকে বসতে পারি না।” ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাকাই ইরানা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, মিসরের আমন্ত্রণের জন্য ইরান কৃতজ্ঞ, তবে দেশের পক্ষ থেকে...