ঢাকা: জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) সাথে করা চুক্তি সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।তিনি বলেন, “এই পদক্ষেপ অস্থায়ী। সহযোগিতা পুরোপুরি বিচ্ছিন্ন করা হয়নি। ইরানের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় সহায়ক কোনো প্রস্তাব এলে তেহরান আবার চুক্তিতে ফিরে যেতে প্রস্তুত।”উল্লেখ্য, গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর সেপ্টেম্বরে জাতিসংঘের সাথে একটি চুক্তি করে ইরান, যার আওতায় আইএইএ-কে দেশটির পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দেওয়া হয়।তবে আরটির প্রতিবেদনে বলা হয়, এরপর যখন ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানিসহ ২০১৫ সালের পারমাণবিক চুক্তিতে স্বাক্ষরকারী সকল দেশ তেহরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞাগুলো ফিরিয়ে আনার চেষ্টা করে, তখন চুক্তিটি তাৎপর্য হারিয়ে ফেলে।এ বিষয়ে আরাগচি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির সাথে পারমাণবিক আলোচনা...