বগুড়ার শেরপুরে বিদ্যালয়ের ওয়াই-ফাই পাসওয়ার্ড নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই শিক্ষকের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে। রবিবার (১২ অক্টোবর) দুপুর ১টার দিকে শেরপুর পৌর শহরের পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহেব আলী ও ট্রেড ইনস্ট্রাক্টর মাহমুদুল হাসানের মধ্যে আগে থেকেই মনোমালিন্য চলছিল। ওয়াই-ফাই পাসওয়ার্ড পরিবর্তনকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে শুরু হয় হাতাহাতি। এদিকে, ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ভয়ে ক্লাস না করেই বাড়ি ফিরে যায়। আহত সহকারী শিক্ষক সাহেব আলী বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। সহকারী শিক্ষক সাহেব আলী বলেন, প্রধান শিক্ষকের মাধ্যমে আমি পাসওয়ার্ড চাইলে মাহমুদুল তা দিতে অস্বীকৃতি জানিয়ে অশোভন আচরণ করেন। এরপর সহকারী প্রধান শিক্ষকের কক্ষে...