পিরোজপুরের ইন্দুরকানীতে সুপারির দাম কমে যাওয়ায় হতাশ হয়ে পড়েছেন চাষি ও বাগান মালিকরা। এবার সুপারির ফলন ভালো হওয়ায় বাজারে দাম কমে গেছে। উপজেলার পাঁচটি ইউনিয়নসহ পাশ্ববর্তী ইউনিয়নের অধিকাংশ কৃষক পতিত জমি ও বসতভিটার আঙিনায় সুপারির বাগান করেছেন বলে জানান ব্যবসায়ীরা। সুপারি একটি মৌসুমি ফল। এই ফলন থেকে প্রতিবছর অসহায় ও মধ্যবিত্ত পরিবারের মানুষজন আর্থিকভাবে উপকৃত হন। সুপারি ব্যবসায়ীদের জন্যও এটি একটি লাভজনক পণ্য। অনেকে আবার সুপারি মাটির নিচে প্রক্রিয়াজাত করে রেখে দেন, যাতে পরে মৌসুম পরিবর্তনের সময় বেশি দামে বিক্রি করতে পারেন। ব্যবসায়ীরা বাজার থেকে সুপারি কিনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকেন। তবে বর্তমানে স্থানীয় বাজারে সুপারির প্রত্যাশিত দাম না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন বাগান মালিক ও চাষিরা। সোমবার ইন্দুরকানী সদর বাজার ঘুরে দেখা গেছে, স্থানীয় ব্যবসায়ীরা কিছুটা...