ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কেন্দ্রীয় কারাগারের অসুস্থ এক কয়েদির মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত ২টার দিকে অসুস্থ অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই কয়েদির নাম মো. শুয়াইবুর রহমান (৫৪)। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার কানসাট মিলিক এলাকার শমসের আলীর ছেলে। তবে তিনি কোন মামলায় কারাগারে ছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি। কারারক্ষী মো. মারুফ হাসান জানান, রোববার দিবাগত রাতে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কয়েদি শুয়াইবুর। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী তাঁকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক...